সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন আটক

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন আটক

কর্তৃক Kausar gangni
অগ্নিপথঃ সাবেক জনপ্রশাসন মন্ত্রী  ফরহাদ হোসেনকে ঢাকায় গ্রেফতার করেছে র‌্যাব।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে আদাবর থানায় করা হত্যা মামলায় রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে আদাবর থানা পুলিশে সোপর্দ করা হয়।
র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি আরও বলেন, এই ঘটনায় আদাবর থানায় করা একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বাকি মামলাগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন