১০০
অগ্নিপথ নিজস্ব প্রতিবেদকঃ
মেহেরপুরের মুজিবনগরে যৌথ বাহিনীর অভিযানে অনলাইন ক্যাসিনো সম্রাট মোরশেদ আলম পালিয়ে গেলেও পরাগসহ তিন সহযোগিকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।পরাগ বিকাশ এজেন্ট পরিচালনা করে বলে জানা গেছে।
শুক্রবার (১১ অক্টোবর) সকাল ৮টার সময় মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর-বিশ্বনাথপুর গ্রামের মধ্যবর্তী সড়কে অবস্থিত লিপুর বাগানবাড়ি থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান আরও বলেন, যৌথবাহিনী তাদের অভিযানে আটক ৪ জনকে আলামতসহ হস্তান্তর করেছে। আপাতত একটি নিয়মিত মামলা করে আটকদের আদালতে সোপর্দ করা হবে। জব্দ অ্যান্ড্রয়েড মোবাইলগুলো ফরেনসিক ল্যাবে পাঠানো হবে। পরীক্ষা-নিরীক্ষায় ফোনগুলোর সঙ্গে অনলাইন জুয়ার কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।