৭৮
নিজস্ব প্রতিনিধি: যশোরে স*ড়*ক দূ*র্ঘ*ট*না*র মেহেরপুরের গাংনীর শিশু নি*হ*ত হয়েছেন।
নিহত লুসাইবার হোসেন (৩) মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের রাধাগোবিন্দপুর ধলা গ্রামের মওদুদ আহমেদ শুভ’র একমাত্র ছেলে। ঘটনা সূত্রে জানা যায়, আজ (১২ মে)সােমবার সকালে যশোরের ঝিকরগাছা বাজারে শিশু লুসাইবার তার নানীর সাথে
রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামি মােটরসাইকেলের সাথে ধাক্কায় মাটিতে লুঠিয়ে পড়লে স্থানীয় দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় লুসাইবা মারা যান। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা পাগল প্রায় এছাড়াও আত্মীয়-স্বজন ও এলাকাবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।