মেহেরপুরের র‍্যাব- ১২ এর অভিযানে ফেনসিডিল সহ নানী নাতি আটক

মেহেরপুরের র‍্যাব- ১২ এর অভিযানে ফেনসিডিল সহ নানী নাতি আটক

কর্তৃক Kausar gangni


অগ্নিপথ( নিজস্ব প্রতিনিধি)ঃ মেহেরপুরের চক শ্যামনগর গ্রাম থেকে ১৩২ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে র‍্যাব- ১২।
আজ শুক্রবার ৫ জুলাই সকাল ০৮ ঘটিকার সময় গোপন সংবাদ এর ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছে র‍্যাব।
আটকৃত মাদক ব্যবসায়ীরা হলেন নানী ও নাতি ও মেহেরপুর সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের শামসুল হুদার স্ত্রী সুজনা বেগম (৫৬) এবং মুজিবনগর উপজেলা মোনাখালী গ্রামের মফিজুল ইসলামের ছেলে লিজন হোসেন (২০)। র‍্যাব ১২ সিপিসি- ৩ মেহেরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এ এস পি মনিরুজ্জামান জানান বিক্রির উদ্দেশ্যে নিজ বাড়িতে মাদক মজুদ করেছে এমন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িতে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিত টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে এমন সময় তাদেরকে গ্রেফতার করা হয় এবং ওই ঘর থেকেই ১৩২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২ লক্ষ ৬৪ হাজার টাকা। উদ্ধারকৃত ফেনসিডিলের ঘটনায় মেহেরপুর সদর থানা একটি মামলা দায়ের পূর্বক তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

রিলেটেড পোস্ট

মতামত দিন