মেহেরপুরের গাংনীতে সর্প দংশনে কৃষকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রামে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল(২০ মে) মঙ্গলবার দুপুরে স্থানীয় মহিষ চরাতে গিয়ে বিষধর সাপের কামড়ে আক্রান্ত হলে চিৎকার করতে থাকেন তিনি। চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওঝার কাছে নিয়ে গিয়ে ঝার-ফুক করিয়ে বিষ নামানোর চেষ্টা করেন বলে জানা গেছে।
নিহত কৃষক- আবুল কাশেম(৬০) গাংনী উপজেলার জালশুকা গ্রামের আবুল হোসেনের ছেলে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ধানখোলা ইউপি সদস্য আবুল বাশার বলেন, মঙ্গলবার দুপুরে স্থানীয় মহিষ চরাতে গিয়ে বিষধর সাপের কামড়ে আক্রান্ত হলে চিৎকার করতে থাকেন তিনি। চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওঝার কাছে নিয়ে গিয়ে ঝার-ফুক করিয়ে বিষ নামানোর চেষ্টা করেন কিন্তু এতে তার অবস্থার অবনতি হলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মেহেরপুর সদর হাসপাতালে রেফার করেন, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।