নিজস্ব প্রতিবেদক অগ্নিপথঃ মেহেরপুরের গাংনী উপজেলার করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ৮-১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। আজ ০৬ সেপ্টেম্বর ২০২৪ রোজ রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। বামুন্দীর আল শেফা ক্লিনিকে চিকিৎসা নিতে আশা বৈশাখী নামের একজন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়, প্রথমে দুইজন শিক্ষার্থী অসুস্থ হলে বাকিরা তাদের অসুস্থার কথা শুনে অসুস্থ হয়ে পড়ে।
এ ব্যাপারে করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. আলম হুসাইনের সাথে মোবাইলে কথা বলে জানা যায়, আগে থেকেই দুইজন শিক্ষার্থী হার্টের সমস্যায় ভুগছিলেন। তাদের কে বিদ্যালয়ে না এসে বাড়িতে থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হলেও তারা বিদ্যালয়ে ক্লাস করতে চলে আসেন।
তিনি আরো জানান, বিষয়টি বিদ্যালয়ের বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রীতম সাহা স্যারকে জানিয়েছি। দ্রত সময়ের মধ্যে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে এসে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করানো হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের মুঠোফোনে কল দিলে তিনি রিসিভ করেননি।