মেহেরপুরের গাংনীতে ভারতীয় ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

কর্তৃক Kausar gangni

মেহেরপুরের গাংনীতে ভারতীয় ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী আটক

অগ্নিপথঃ মেহেরপুরের গাংনীতে ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব। আজ শনিবার সকালে বামন্দী টু কাজীপুর রোডে অভিযান পরিচালনা করে আটক করেছে সিপিসি ২ গাংনী র‍্যাব- ১২ ক্যাম্প। আটকৃত ব্যক্তি গাংনী উপজেলার কাজিপুর গ্রামের আজিজের ছেলে মোহাম্মদ ইখলাস আলী। এ সময় তার কাছ থেকে ভারতীয় ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কাহিনী ক্যাম্প কমান্ডার ও সহকারী এসপি আশরাফুল্লাহ জানান, ইখলাস আলী দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বামুন্দি কাজিপুর রোডে অভিযান পরিচালনা করে একলা শালিকে আটক করতে সক্ষম হয় গাংনী রেব ক্যাম্পের একটি দল এ সময় তার কাছ থেকে ভারতীয় নিষিদ্ধ ৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্ব গাংনী থানা সোপর্দ করা হয়েছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন