১৯
নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামে জমি-জমা সংক্রান্তের জেরে দু’ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহঃবার বিকেলে জোড়পুকুরিয়া গ্রামের নাম মাঠে হেকমত গ্রুপ এবং রমজান গংদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষে আহতরা হলেন -জোড়পুকুরিয়া গ্রামের রমজান আলির তিন ছেলে মোঃ হযরত আলী( ৫৬), মজিবার (৪৫) এবং হাফিজুল ইসলাম (৪০)
স্থানীয়রা জানান, আজ বিকেলে রমজান আলী গ্রুপ এবং একই গ্রামের হেকমত আলী গ্রুপের ছেলেদের মধ্যে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি শুরু হলে রমজান আলী তিন ছেলে গুরুতর আহত হন
এ ব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী আমিন জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।