মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত

কর্তৃক Kausar gangni

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত
নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া-ধলার মাঠে বজ্রপাতে জহুরুল ইসলাম (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
নিহত জহুরুল তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সীমান্তবর্তী সহড়াতলা গ্রামের ভিটাপাড়ার হাসমত আলীর ছেলে। এবং স্থানীয় করমদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।
আজ মঙ্গলবার(১২ আগষ্ট) বিকেল ৩ টার সময় এ দুর্ঘটনা ঘটে।
সহড়াতলা গ্রামের ওয়ার্ড মেম্বার শরিফুল ইসলাম লাটু বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে হঠাৎ করে অনেক বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি চলাকালীন সময়ে জহুরুল ইসলাম তেঁতুলবাড়ীয়া-ধলার মাঠে নিজ পাট ক্ষেত পাট কাটছিল। এ সময় আকস্মিক ভাবে বৃষ্টি সহ বজ্রপাত হয়। বজ্রপাতে তার শরীরে আঘাত করলে,মারাত্বক ভাবে আহত হয়। এবং সে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। মাঠের অন্যান্য কৃষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মৃত্যু হয়।

তার এই আকস্মিক মৃত্যুতে সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে

রিলেটেড পোস্ট

মতামত দিন