নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলায় তামাক চাষ বৃদ্ধি পাওয়ার কারনে বাড়ছে স্বাস্থ্য ঝুকি। সরকার তামাক ও তামাকজাত দ্রব্য উৎপাদন এবং বিক্রি নিষিদ্ধ ঘোষণা করলেও গাংনী বিভিন্ন অঞ্চলে বাড়ছে ক্ষতিকর এই দ্রব্যের চাষাবাদ। জমিতে অন্য ফসলের চেয়ে তামাকের উৎপাদন বেশি হওয়ায় এবং স্থানীয় বাজারগুলোতে তামাকের আশানুরূপ মূল্য পাওয়ায় কৃষকরা তামাক উৎপাদনে আগ্রহী হয়ে উঠছেন। এ অবস্থায় চরম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন এলাকার সাধারণ মানুষ। তামাক চাষে আগ্রহী কৃষকের অনেকেই জানান না স্বাস্থ্যঝুকির কথা। তাই খুব আগ্রহের সাথে তামাক চাষ করে যাচ্ছে গাংনী উপজেলার অনেক কৃষক।
তামাক কোম্পানীর প্রতিনিধিদের নানান প্রলোভনে চাষিরা শীতকালীন ফসল বাদ দিয়ে তামাক চাষে আগ্রহী হন।
গাংনী উপজেলা রাইপুর ইউনিয়নের গোপালনগর আশাদুল হক নামের একজন চাষীর সাথে কথা বললে তিনি বলেন তামাক চাষ করলে স্বাস্থ্য ক্ষতি হবে কি আমাদের জানা নেই এ ব্যাপারে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয় না। তিনি আরো বলেন তামাক চাষ করলে আমরা বেশি টাকা মুনাফা পায়। তাই অন্য ফসল বাদ দিয়ে বেশি করে তামাক চাষ করে থাকি।
কিন্তু গাংনী উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার রাসেল রানা জানান, বিভিন্ন মাঠ দিবস ও ট্রেনিং এ কৃষকদের তামাক চাষে নিরুৎসাহী করে থাকি
২০
পূর্ববর্তী পোস্ট