অগ্নিপথ ডট কমঃ মেহেরপুর সরকারি কলেজের আম বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ (২০অক্টোবর) রবিবার দুপুরের দিকে অজ্ঞাত ব্যক্তির এ লাশ উদ্ধার করা হয়।
দুপুরের দিকে দুর্গন্ধ ভেসে আসায় সরকারি কলেজের কর্মচারীরা বাগানের পিছনের দিকে গিয়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছান। সরেজদিন দেখা গেছে সরকারি কলেজের ঠিক পিছনের আম বাগানের মাঝখানের একটি আম গাছে নিচে মৃত ব্যক্তিটি পড়ে রয়েছে।
গাছের একটি ডালের সাথে মৃত ব্যক্তির গলায় ফাঁস লাগানো রয়েছে। শারদীয় দুর্গোৎসবের ছুটি থাকার কারণে কলেজ বন্ধ ছিল। রবিবার কলেজ খোলার পর দুপুরের দিকে গন্ধ ছড়াতে থাকে। লাশের সমস্ত দেহজুড়ে পোকা গিজ গিজ করতে দেখা যায়। তার পরনের লুঙ্গি দিয়ে গাছের ডালের সাথে গলায় বাধা অবস্থায় ছিল। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়না তদন্ত ছাড়া মন্তব্য করা যাবেনা বলে পুলিশ জানান।