বিমান বাহিনীর সাবেক এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের ৩৮ টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

বিমান বাহিনীর সাবেক এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের ৩৮ টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

কর্তৃক Kausar gangni

বিমান বাহিনীর সাবেক এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের ৩৮ টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

অগ্নিপথ নিউজ ডেস্কঃ বিমান বাহিনীর সাবেক এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান ও তার পরিবারের ৩৮ টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। শনিবার (২৪ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।
দুদুকের পক্ষে আদালতে আবেদন করেন উপ-পরিচালক মো. তানজির হাসিব সরকার।
৩৮টি ব্যাংক হিসাবের মধ্যে শেখ আব্দুল হান্নানের নামে পাঁচটি, তার ছেলে শেখ লাবিব হান্নানের নামে ১টি এবং ৩২টি ব্যাংক হিসাব আছে স্ত্রী তাহমিদা বেগমের নামে। এসব হিসাবে এক কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৩২২ টাকা রয়েছে বলে নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম ।

উল্লেখ্য, গত ৫ মে ২০২৫ ইং তারিখে শেখ আব্দুল হান্নান পরিবারের তিন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত।

রিলেটেড পোস্ট

মতামত দিন