পশুর চামড়ার নতুন দর নির্ধারণ করেছে সরকার।

পশুর চামড়ার নতুন দর নির্ধারণ করেছে সরকার।

কর্তৃক Kausar gangni

পশুর চামড়ার নতুন দর নির্ধারণ করেছে সরকার।

অগ্নিপথ নিউজ ডেস্কঃ
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলো ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। ঈদুল আযহা কে কেন্দ্র করে এ বছর পশু চামড়ার দল নির্ধারণ করেছে সরকার।এ বছর গরুর লবণযুক্ত চামড়ার দাম গতবছরের চেয়ে ৫ টাকা বাড়িয়ে ৬০ থেকে ৬৫ টাকা নির্ধারণ করেছে। আর ঢাকার বাইরে জেলা উপজেলা শহরে ৫ টাকা বাড়িয়ে ৫৫ থেকে ৬০ টাকা করা হয়েছে। একই সঙ্গে খাসি ও বকরির চামড়ার দাম ২ টাকা করে বাড়ানো হয়েছে।

আজ সোমবার (২৫ মে) দুপুরে সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন নিশ্চিত করেছেন।

তার বক্তব্যে তিনি আরো বলেন, গরুর চামড়া ঢাকায় প্রতি বর্গফুটে ৬০ থেকে ৬৫ টাকা এবং ঢাকার বাইরে ৫৫ থেকে ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে মূলত পুরো লবণযুক্ত একটি চামড়ার সর্বনিম্ন ক্রয়মূল্য ঢাকার ভেতরে ১৩৫০ টাকা এবং ঢাকার বাইরে ১১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।

কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এ বছর ৩০ হাজার টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় তখন করবে বলে জানান সরকার। এবং ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে বন্ধ রাখার কথা বলেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন