অগ্নিপথ ডট কমঃ মেহেরপুরের গাংনী উপজেলার বাশবাড়িয়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মো.শাহিন আলম (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকেল ৫ টার দিকে নিজ বাড়িতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
শাহিন আলম গাংনী পৌরসভার ০১ নং ওয়াড (বাঁশবাড়িয়া গ্রামের) মোঃ রেজাউল হকের ছেলে। তিনি পেশায় একজন বালি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান,শাহিন আলম গােসল করার জন্য বিদ্যুৎ চালিত পাম্প থেকে পানির নেয়ার জন্য সুইজ দিতে যায়।এসময় অসাবধানতাবশত সে বিদ্যুত স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।
গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ডের কমিশনার আলমগীর হোসেন জানান, শাহিন আলম গোসল করার সময় বাড়ির বৈদ্যুতিক পাম্পে অসাবধানতাবশতঃ বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।পরে পরিবারও স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে পেশায় একজন বালি ব্যবসায়ী ছিল। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আশিকুর রহমান জানান, শাহিন আলম নামের একজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে।
১৮৬
পূর্ববর্তী পোস্ট