গাংনীতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

গাংনীতে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

কর্তৃক Kausar gangni

 

 

অগ্নিপথ ডট কমঃ মেহেরপুরের গাংনীতে ফাতেমা খাতুন (১২) নামের এক মানসিক প্রতিবন্ধী মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার করমদী গ্রামের নিজ বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে গেলে সেখানে ডুবে তার মৃত্যু হয়।ফাতেমা খাতুন করমদী গ্রামের সৌদি প্রবাসী ইমারুল ইসলামের মেয়ে। স্থানীয় ইউপি সদস্য তৌহিদ হোসেন জানান, ফাতেমা খাতুন তার চাচা এনামুল হকের সাথে বাড়ির পাশে পাঞ্জাব মণ্ডলের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষ করে  চাচা এনামুল পুকুর থেকে উঠলেও ফাতেমা খাতুনকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে ফাতেমা খাতুনের মা ববিতা খাতুন সহ প্রতিবেশীরা পুকুরে তল্লাশি শুরু করে এক পর্যায়ে ফাতেমা খাতুনকে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় সন্ধানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম এ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন