মেহেরপুরের গাংনীতে হোটেল ও মেডিসিন ব্যবসায়ীর জরিমানা

কর্তৃক Kausar gangni

নিজস্ব প্রতিনিধি ঃ
মেহেরপুরের গাংনীতে ভোক্তা অধিকারের অভিযানে তিনটি প্রতিষ্ঠানে জরিমানা আদায় করা হয়েছে।
আজ ১২ই মে সোমবার গাংনী পৌর শহরের সামাদ হোটেল, সূবাহান হোটেল এবং স্কয়ার ডেন্টাল মোট তিন টি প্রতিষ্ঠানকে থেকে ৩০ হাজার টাকা আদায় করেছে। দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অদিপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সুত্রে জানা গেছে, সুবহান ও সামাদ হোটেলের ফ্রিজে বাসি খাবার রাখা এবং সামাদ হোটেলের রান্না ঘরে মুরগি পালন করার অপরাধে দুটি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। একই অভিযানে স্কয়ার ডেন্ডালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম ও স্যানেটারি ইন্সেপেক্টর মশিউর রহমান।

রিলেটেড পোস্ট

মতামত দিন