১১৪
চেকপোস্ট থেকে পুলিশ কনস্টেবল এর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অগ্নিপথ নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গা দর্শনা জয়নগর পুলিশ চেকপোস্ট ব্যারাক থেকে শামীম হোসেন নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ ব্যারাকের একটি ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত পুলিশ সদস্যের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার জুটিয়া ডাঙ্গা গ্রামে তার পিতার নাম হাসেম আলি।
এ ঘটনায় তার পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি তবে চুয়াডাঙ্গা জেলার দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জানান, শামীম এর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং তার পরিবার কে বিষয়টি জানানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা বলে, ঘটনার সত্যতা উদঘাটনে কার্যক্রম চলমান রয়েছে।

