কর্তৃক Kausar gangni

মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তির জেল ও জরিমানা আদায়

অগ্নিপথ নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে গাজা রাখার অপরাধে রাকিবুল ইসলাম নামের এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা ও এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দশটার দিকে রাকিবুলকে জেল ও জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রীতম সাহা।

 

আটককৃত রাকিবুল ইসলাম গাংনী উপজেলার জোড়পুকুর গ্রামের মৃত কাওছার আলীর ছেলে।

 

ভ্রাম্যমান আদালত থেকে জানা যায়, রাকিবুল ইসলাম নিজ এলাকায় মাদক সেবন করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য অধিদপ্তরের একটি দল তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার কাছ থেকে মাদক সেবনের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায় এবং আটককৃত রাকিবুল তার নিজ দোষ স্বীকার করলে ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রীতম সাহা তাকে ৫০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।

রিলেটেড পোস্ট

মতামত দিন