অগ্নিপথঃ মেহেরপুরের গাংনী উপজেলার কুতুবপুর (গাড়াবাড়িয়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এডহক কমিটি নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব। প্রধান শিক্ষক মুসলিমা খাতুন গোপনে এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি নিয়োগ দেওয়ার প্রতিবাদে অভিভাবকদের অবস্থান কর্মসৃচি অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রতিবাদ কর্মসৃচি অনুষ্ঠিত হয়।
অবস্থান কর্মসৃচির নেতৃত্ব প্রদান করেন, গাড়াবাড়িয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবক রহিদুল ইসলাম, তিনি বলেন, প্রধান শিক্ষক মুসলিমা খাতুন এই স্কুলে যোগদান করার পর থেকে শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়ছে। এছাড়াও সরকারি বরাদ্দের স্লিপের টাকার কোন উন্নয়ন কাজ করা হয়নি। সাবেক শিক্ষক প্রতিনিধি মাজহারুল ইসলামের সাথে মিলে স্লিপের টাকাসহ স্কুলের পুরাতন বিল্ডিংয়ের দরজা জানালা গোপনে বিক্রয় করে আত্মসাৎ করেছেন, সম্প্রতি স্কুলে এডহক কমিটি গঠনের জন্য আমরা অভিভাবকরা জিয়াউর রহমানের নাম প্রস্তাব করেছিলাম। আমাদের কথা না শুনে প্রধান শিক্ষক মুসলিমা খাতুন গোপনে সাবেক শিক্ষক প্রতিনিধি ও কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানার চাচা মাহজারুল ইসলামের নাম গোপনে প্রস্তাব করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকদের অবস্থান কর্মসুচি। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী সুন্নত আলী,জমিদাতা শামছুল হুন্দা বিশ্বাসসহ গাড়াবাড়িয়া গ্রামের অভিভাবকগণ। অভিভাবকরা আরও জানান, অবিলম্বে আগের কমিটির শিক্ষক প্রতিনিধি নাম বাতিল করে আমাদের প্রস্তাবিত প্রাথির নাম দিয়ে নতুন কমিটির দাবি জানান।
এব্যাপারে কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলিমা খাতুন এই সকল অভিযোগের বিষয় নিয়ে কথা বলতে রাজি হয়নি।
এব্যাপারে সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফয়সাল বিন হাসানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।