৯৩
অগ্নিপথ নিজস্ব প্রতিনিধিঃ
মহার্ঘভাতা ও নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে সরকারী কর্মচারী ঐক পরিষদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আজ শুক্রবার ৭ ই ফেব্রুয়ারি ২০২৫ ইং বেলা দুইটা বেজে ৫০ মিনিটের সময় নিজের শহীদ মিনার চত্বর থেকে মিছিলটি বের হয়ে শাহবাগ মোড়ে পৌঁছালে তাতে পুলিশে বাধা দেয় এবং জলকামান দিয়ে পানি ছিটিয়ে দিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে।
উল্লেখ্য, অত্র ভঙ্গ হয়ে যাওয়ার পর ঐক্য পরিষদের নেতাদের সাথে পুলিশ কথা বলে এবং সাত সদস্যের একটি টিমকে তারা যমুনায় নিয়ে গেছে সাক্ষাতের জন্য বলে জানা গেছে।