অগ্নিপথঃ মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ ইং মৌসুমে ব্লক প্রদর্শনীর মাধ্যমে সমলয় পদ্ধতিতে আধুনিক রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে জমিতে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার রাইপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড গোপালনগর গ্রামের গড়ানের মাঠে এ চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রকৌশলী সুবল চন্দ্র বিশ্বাস, এসময় উপসহকারী কৃষি অফিসার মতিউর রহমান, শাহিনুর রহমান, জুয়েল রানা, ইমরান হোসেন, সুজন কুমার বিশ্বাসসহ উপজেলার সকল উপসহকারী কৃষি অফিসার ও এলাকার কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন। গাংনী কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষি প্রণোদনার অংশ হিসেবে গাংনী উপজেলার গোপালনগর গ্রামের ৬০ জন কৃষকের ৫০ একর বা ১৫০ বিঘা জমিতে সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষ করা হবে।
তবে এ ব্যাপারে এলাকার কৃষকের সাথে কথা হলে তারা জানান, তাদের জীবনের প্রথম এই সমলয় পদ্ধতিতে ধান চাষ করছে। এ চাষে ফলন কেমন হবে একর প্রতি সে ব্যাপারে কিছুই বলতে পারেনি।