আগ্নিপথঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসেন ও উদ্যোক্তা উজ্জ্বল হোসেনের রুমে তালাবদ্ধ করেছে অপসরণে দাবি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
আজ ২৭শে আগস্ট মঙ্গলবার চেয়ারম্যান ও আলম হোসেনের পদ থেকে দাবিতে ইউনিয়ন পরিষদে উপস্থিত হন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা এবং বিভিন্ন শ্লোগান দিতে থাকে তারা। সকাল ১১:৩০ টা বাজলে তারা দুটি রুমে তালা বন্ধ করে দেয় বলে জানিয়েছেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রাশিদুল ইসলাম।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আরো জানান তিনি একই সাথে করমদি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হওয়ার কারণে কোন যায়গায় সেবা ঠিক মত দেয় না।
ছাত্র জনতার পক্ষে বক্তব্য রাখেন তাজমুল ইসলাম তিনি উল্লেখ তার বক্তব্যে উল্লেখ করেন আলম হোসেন চেয়ারম্যান নানাভাবে বিতর্কিত কখনো জামাত ইসলাম বাংলাদেশ আবার কখনো বাংলাদেশ আওয়ামী লীগ পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়ায়।দুটি প্রতিষ্ঠানে থাকার কারণে কোনটাই সঠিক সেবা না দিতে পারার কারণে আমরা তালা ঝুলিয়ে প্যানেল চেয়ারম্যান গঠনের সিদ্ধান্ত নিয়েছি।
কাজীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ ফারুক হোসেন জানান, ইউনিয়ন পরিষদের দায়িত্ব পাওয়ার পর থেকে মোহাম্মদ আলম হোসাইনেরব আংগুল ফুলে কলা গাছ হয়ে গেছে। বানিয়েছেন গাংনীতে বিলাস বল বাড়িসহ অসংখ্য সম্পদের পাহাড় অথচ আমরা সামান্য তেল খরচও পাই না। তার পদত্যাগের মাধ্যমে ইউনিয়ন পরিষদের সমবন্টন ও ন্যায্য অধিকার জনগণ ফিরে পেতে চাই।