অগ্নিপথ নিউজ ডট কমঃ
পূর্ব কর্মসূচি থাকায় রাত ১২ টার পর থেকে শিডিউলে থাকা ট্রেনগুলোতে উঠেননি রানিং স্টাফরা। সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে ভোগান্তিতে পড়েছে সাধারন ট্রেন ভ্রমনকারী যাত্রীরা। গতকাল দিবাগত রাত ১২টা থেকে এ কর্মবিরতি শুরু করেছেন ট্রেনের রানিং স্টাফরা। তারা কর্মবিরতি সংক্রান্ত লিফলেট বিতরণ করেছেন গত দুই সপ্তাহ আগে থেকেই। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে অবসর ভাতা দেওয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় অবশেষে এ কর্মবিরতিতে গেলেন রানিং স্টাফরা।
রানিং স্টাফের মধ্যে আছেন— ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান। তিনি বলেন, আমরা রেল ভবন থেকে কোনো সিদ্ধান্তের কথা জানতে পারিনি। রেল চলাচল বন্ধ রাখার বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি।