রাজধানীতে দিনে-দুপুরে গাড়িতে ভাঙচুর চালিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।

কর্তৃক Kausar gangni

রাজধানীতে দিনে-দুপুরে গাড়িতে ভাঙচুর চালিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।

অগ্নিপথ ডট কমঃ রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং এলাকা থেকে দিনে-দুপুরে গাড়িতে ভাঙচুর চালিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শী সুত্রে জানা যায়। নেসলে কোম্পানীর পন্য পরিবহনকৃত একটি গাড়ী যাচ্ছিল এ সময় দুটি মোটর সাইকেলে চারজন লোক এসে গাড়ীটি আটকায় এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে সামনের কাচ ভেঙ্গে ফেলে। পরে চালক গাড়ী থামালে গাড়ীতে থাকে মালামাল ও টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

 

পন্য বিতরন কারী প্রতিষ্ঠান এম এস এন্টারপ্রাজের এক কর্মকর্তা জানান, তাদের প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম গাড়িতে করে টাকা নিয়ে ব্যাংকে যাচ্ছিলেন। পথে গাড়ি থামিয়ে ১২ লাখ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে।

 

রিলেটেড পোস্ট

মতামত দিন