১০৫
অগ্নিপথঃ মেহেরপুরের গাংনীতে ০৫ কেজি ও ১ টি মোবাইলসহ সবুজ (২৫) নামের এক যুবক আটক হয়েছে। ধৃত মাদক কারবারী সবুজ মিয়া গাংনী উপজেলার নওপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
আজ ০৮ সেপ্টেবর মঙ্গলবার সন্ধ্যা ০৬ টার দিকে উপজেলার সাহারবাটি গ্রাম থেকে তাকে আটক করে।
র্যাব-১২ মেহেরপুর(গাংনিস্থ) ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মোঃ এনামুল হক গণমাধ্যমকে জানান, মাদক কারবারীরা সাহারবাটি চারচারা বাজারে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সে অভিযান পরিচালনা করে সবুজ (২৫) নামের এক যুবককে ০৫ কেজি গাজা ও একটি ব্যবহৃত মোবাইল ফোন স আটক করতে সক্ষম হয়।
গাজার আনুমানিক বাজার মুল্য প্রায় দেড় লক্ষ্য টাকা। মামলা দ্বায়ের পুর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য গাংনী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।