মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ২

মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ নিহত ২

কর্তৃক Kausar gangni


অগ্নিপথ ডট কম নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুর কুষ্টিয়া মহাসড়কের আকুবপুর নামক স্থানে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই একজন কলেজ ছাত্র নিহত হয়েছে এবং হাসপাতালে নেয়ার পথে আরেকজন মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের পিরতলা গ্রামের আলেক আলী ছেলে সিয়াম(২৪) ও একই গ্রামের সোহরাব হোসেনের ছেলে আব্দুল্লাহ আল বাকি। উপস্থিত স্থানীয়রা জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা বাসটি আকবরের চটকাতলায় পৌঁছালে বিপরের দিক থেকে আসা মোটরসাইকেলটি সরাসরি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই সিয়াম নামের কলেজ ছাত্রীর মৃত্যু হয় এবং আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
এ ব্যাপারে গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং লাশ উদ্ধার করা হয়েছে পরিবারের অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

রিলেটেড পোস্ট

মতামত দিন