মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আকুবপুরে গণ ডাকাতি

মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আকুবপুরে গণ ডাকাতি

কর্তৃক Kausar gangni

 


স্টাফ রিপোর্টারঃ মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আকুবপুর নামক স্থানে ঘন্টা ব্যাপী গণ ডাকাতির ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনা সূত্রে জানা যায়, শ্যামলী পরিবহনের চালক ও তার সহকারি ডাকাতদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।

শ্যামলী পরিবহনের এক যাত্রী হাফিজুল ইসলাম জানান,
কুষ্টিয়া থেকে ছেড়ে আশা শ্যামলী গাড়িসহ হাইস এম্বুলেন্স ও বিভিন্ন আলগামন নসিমন গাড়ির প্রতিরোধ করতে রাস্তার উপরে আগে থেকে গাছ ফেলে রাখে ২০-২৫ জনের ডাকাত সদস্যরা। যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা মেবাইল সহ অনেক কিছু কেড়ে নেয়। ওই যাত্রী আরো উল্লেখ করেন, চালক ও সহকারী বাধা দিতে চাইলে ডাকাত দলের সদস্যরা সহকারীকে বেধে পিটায়।

পরে তাদের তাকে উদ্ধার করে  গাংনী উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হলে মেহেরপুর হাসপাতালে রেফার্ড করা হয়।
এ ঘটনায় গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল ডাকাত দলের চক্র কে ধরতে পুলিশ মাঠে তৎপর রয়েছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন