অগ্নিপথঃ মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে মাসের ব্যবধানে আবারো গণ ডাকাতির ঘটনা ঘটেছে। এক মাস আগে শুকুরকান্দি নামক স্থানে গণডাকাতির ঘটনা ঘটেছিল। আজ শনিবার সকালে জানা যায় গতকাল শুক্রবার দিবাগত ভোর রাতের দিকে আবারও ডাকাতির ঘটনায় আতঙ্কিত এলাকা বাসী।
ডাকাতির কবলে পড়া যাত্রীদের কাছ থেকে জানা যায়, গত রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী যাত্রীবাহী বাসের গতিরোধ করে ডাকাতরা। ২০-২৫ জনের ডাকাত দলটি যাত্রীদের কাছ থেকে নগদ অর্থ স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল লুট করে নেয় ডাকাতরা।সড়কে চলাচলকারী বেশ কয়েকটি ট্রাক ডাকাতি করে তারা। এ সময় একটি ট্রাক পালাতে চেষ্টা করলে সেটি সড়ক থেকে ছিটকে রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। এতে আহত হন ট্রাকের চালক ছাতিয়ান গ্রামের সুমন ও তার সহকারি।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এই ডাকাতির ঘটনায় যারা জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।