মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

কর্তৃক Kausar gangni

 

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ট্রাকের ধাক্কায় তাইমুজ্জামান (০৯) নামের এক শিশু নিহত হয়েছে। আহত হয় তার চাচা মাসুদুজ্জামানবাবু (৩৫)। আজ সোমবার দুপুর ১ টার দিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শুকুর কান্দি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত তাইমুজ্জামান মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার আফ্রিকা প্রবাসী মাহারুজ্জামান কাজলের ছেলে ও মেহেরপুর শহরের মিশন স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।  প্রত্যক্ষদর্শীরা জানান, তাইমুজ্জামান তার চাচার  সাথে মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলেন। শুকুর কান্দি নামক স্থানে ইট ভাটা থেকে দ্রুতগামী একটি ট্রাক রাস্তায় ওঠার সময় মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয়দের সহযোগিতায় নিহত তাইমুজ্জামানের চাচা বাবু উদ্ধার করে মিরপুর ৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। ট্রাক চালক ও তার সহযোগীকে আটকের চেষ্টা চলছে।

রিলেটেড পোস্ট

মতামত দিন