অগ্নিপথ নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের যতারপুরে ভুয়া চক্ষু চিকিৎককে আটক করেছে জনগণ পরে ভ্রাম্যমান আদালতে সোপর্দ।
আজ ১০মে) শনিবার দুপুরে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে এক চক্ষু চিকিৎসা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
খোজ নিয়ে জানা যায় বিএমডিসির নিবন্ধন সনদ না থাকা সত্ত্বেও চোখের জটিল কঠিন রোগের চিকিৎসা করে থাকেন ভুয়া এই ডাক্তার। আটককৃত- ভুয়া ডাক্তার তাফহিমুল হুছাইন ঠাকুরগাও জেলার হরিপুর উপজেলার মনিরুজ্জামানের ছেলে এবং তার সহকারী সাগর (২৪) গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের কসবা গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে ও গাড়ি চালক ইমন হোসেন(২৪) গাংনী উপজেলার বাশবাড়িয়া গ্রামের সামসুল ইসলামের ছেলে।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, হামিদুল ইসলাম প্রাথমিক চক্ষু চিকিৎসা কেন্দ্রের নামে এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন তারা গাংনিতে অবস্থান করতেন। এবং মানুষের বাড়ি বাড়ি গিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের নামে বিনামূল্যের চোখের চিকিৎসার নামে সানি পড়া থেকে শুরু করে জটিল কঠিন রোগের চিকিৎসার কথা বলে মানুষের সাথে প্রতারণা করে চলেছিল এই চক্রটি আজ মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে জনতার হাতে আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। ডাক্তারকে তিন মাসের কারাদন্ড সহযোগী সাগর আলীকে এক মাসের কারাদণ্ড দেয়া হয় এবং ভুয়া ডাক্তার তাহফিমুল এর গাড়ি চালক ইমন হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এই সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব পলাশ মন্ডল ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার সুপ্রিয়া গুপ্ত ও সার্বিক সহযোগিতায় মুজিবনগর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।