নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের রাস্তায় বেলা বাড়লেও ঘন কুয়াশার কারনে হেডলাইট জ্বালিয়ে কিছুটা ধীর গতিতে চলাচল করছে যানবাহন। সেই সঙ্গে হালকা বাতাসে বেশ ভালোই অনুভূত হচ্ছে শীত। সকাল থেকেই দেখা মিলছে না সূর্যের। ভোর থেকে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশার ঘনত্ব অনেক বেশি হচ্ছে । ফলে সাধারণ খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনের কার্যক্রম অনেকটায় ব্যাঘাত ঘটেছে।
আজ (১১ ফেব্রুয়ারী) মঙ্গলবার মেহেরপুরের গাংনী উপজেলা বিভিন্ন এলাকায় এমন দৃশ্য দেখা যায়।
এলাকা ঘুরে দেখা গেছে, শীতের তীব্রতার সঙ্গে ঘন কুয়াশায় মেহেরপুরবাসীর জীবনযাত্রাকে কিছুটা প্রভাবিত করছে। এসব এলাকা জুড়েই দেখা গেছে মাঝারি থেকে ঘন কুয়াশার উপস্থিতি। ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, দিনের আলোতে কিছুটা দূরবর্তী জিনিস স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। তবে বেলা বাড়ার সঙ্গে এমন অবস্থা কিছুটা স্বাভাবিক থেকে বেশি হয়েছে৷ তবে ঠান্ডার অনুভূতিও অন্য সময়ের তুলনায় খানিকটা বেশি।
এ ছাড়া আজ সকাল থেকে স্কুলগামী ছোট শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছেন। সেইসঙ্গে দুর্ঘটনার সম্ভাবনা এড়াতে চালকরা হেডলাইট জ্বালিয়ে এবং ধীর গতিতে গাড়ি চালাতে বাধ্য হচ্ছেন।