১৭৯
মেহেরপুরে বিভিন্ন দুরারোগ্য ব্যক্তিদের মাঝে শেখ হাসিনার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
অগ্নিপথঃ জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুরে বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে ২৩ লক্ষ ২০ হাজার টাকার চেক বিতরণ করেছেন ।
আজ ২১ জুন শুক্রবার সকালে তার নিজ বাসভবনে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামের ৫০ জন অসহায় মানুষের মাঝে এই অনুদানের চেক বিতরণ করেন। এসময় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সহ উপকার ভোগিরা উপস্থিত ছিলেন। এসময় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বর্তমান সরকার অসহায় মানুষের পাশে রয়েছে। কোন মানুষ এখন আর বিনা চিকিৎসায় মারা যায় না বর্তমান সরকারের আমলে। এখন বিভিন্ন হাসপাটালে ঔষধ চিকিৎসা বিনামূল্যে করা হয়। এছাড়া তিনি আরও বলেন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামের মানুষের সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত আছে বর্তমান সরকার।