মেহেরপুরে বিএনপি’র দু’পক্ষের কয়েক দফায় সংঘর্ষ সেনা হস্তাক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে, আহত ১০

মেহেরপুরে বিএনপি’র দু’পক্ষের কয়েক দফায় সংঘর্ষ সেনা হস্তাক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে, আহত ১০

কর্তৃক Kausar gangni

মেহেরপুরে বিএনপি’র দু’পক্ষের কয়েক দফায় সংঘর্ষ সেনা হস্তাক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে, আহত ১০

নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুর জেলা সদরের আমঝুপি ইউনিয়ন সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশের পাশাপাশি মাঠে নেমেছিল সেনাবাহির করে নী। আজ (২৩ মে) শুক্রবার বেলা ১১ টার সময় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের গন্ধরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়েক দফায় এ হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। দলীয় কোন্দলের জের ধরে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান গ্রুপ সাবেক মেহেরপুর সদর উপজেলা বিএনপি’র সেক্রেটারী সাইফুল ইসলাম গ্রুপের মধ্যে সম্মেলনে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতদের অভিযোগ করে বলেন, সাইফুল ইসলাম এবং তার ভাই সফিকুল ইসলামের নেতৃত্বে তাদের সমর্থকরা সম্মেলনস্থলে হামলা চালান। তারা সম্মেলনে আসা নেতাকর্মীদের বাধা দিচ্ছিলেন, আর প্রতিরোধ করতে গেলেই হামলার শিকার হতে হয়।বাঁধা প্রতিরোধ করতে গেলে তারা লাঠি নিয়ে নেতাকর্মীদের ওপর হামলা করেন। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ঘটনাস্থলে আসলেও তারা তাদেরও তোয়াক্কা না করে দফায় দফায় হামলা শুরু করে। পরে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. কামরুল হাসান ভাই গাড়ি বহর নিয়ে সম্মেলন যেতে গেলে গাড়ি ভাংচুর করে এবং কামরুল ভাইয়ের ওপর হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে সেনাবাহিনী, র‍্যাব ও বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটলেও তাদের নীরবতা নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

অভিযুক্ত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন আমরা যারা লড়াই সংগ্রাম করে বিএনপির জন্য জীবন বাজি রেখেছি। সেসব ত্যাগী নেতাকর্মীদের বাদী দিয়ে হাইব্রিডদের নিয়ে কমিটি করা হচ্ছে। এ কারণে ওই নেতাকর্মী প্রতিরোধ গড়ে তুলেছে। মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমেদ বলেন, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের কর্মী সমর্থকরা দলীয় প্রতিটি কাজে বাঁধা প্রদান করে যাচ্ছে। সকল বাঁধা পেরিয়ে আমরা দলীয় গঠণতন্ত্র মোতাবেক ইউনিয়নগুলোতে কাউন্সিল করছি। আমঝুপিতেও তার সমর্থক সাইফুল চেয়ারম্যানের নেতৃত্বে সন্ত্রাসীরা আমাদের সদস্যসচিবসহ নেতাকর্মীদের উপর হামলা করে জখম করেছে। আমরা বিষয়টি কেন্দ্রে জানিয়েছি। মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘সংঘর্ষের পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন পক্ষই অভিযোগ করেনি।

রিলেটেড পোস্ট

মতামত দিন