মেহেরপুর প্রতিনিধি : টিসিবি কার্ডধারী ভ্যান চালককে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনায় মেহেরপুরের গাংনীর সাহারবাটি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা তারা সহ তার দুই সহযোগীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শনিবার রাতে আইনি প্রতিকার পেতে অভিযোগটি দায়ের করেন জোড়পুকুরিয়া ঈদগাঁ পাড়ার রেজাউল হকের ছেলে ভ্যান চালক আহত আরিফ হোসেন। বিবাদীরা হলেন, গাংনী উপজেলা মহিলাদলের সাধারন সম্পাদক প্যানেল চেয়ারম্যান আসমা তারা ও হিজলবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে জাফিরুল ও মন্টুর ছেলে মোস্তফা। লিখিত অভিযোগে জানা গেছে,আরিফ হোসেন টিসিবি কার্ড অনলাইন করার জন্য জমা দেন। পরে কার্ড ফেরত চাইলে জাফিরুল ও মোস্তফা একশত টাকা দাবি করে। টাকা না দিলে কার্ড ফেরত দিবেনা বলে জানিয়ে দেন তারা। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় গালিগালাজ করে গালিগালাজ করিতে নিষেধ করিলে প্যানেল চেয়ারম্যান আসমা তারার নির্দেশে মোস্তফা তাকে মারধর করে এবং জাফিরুল অফিসের ভিতর থেকে জিআই পাইপ নিয়ে হত্যার উদ্দেশ্যে মাথার উপর আঘাত করে মাথা ফাটায়ে রক্তাক্ত গুরুতর জখম করে। তখন আমি মাটিতে পড়ে গেলে জাফিরুলের হাতে থাকা জিআই পাইপ দিয়ে আমার পিট, মাজা, বাম পায়ের রানে ও বাম বাম হাতের ডানায় এলোপাথাড়ী ভাবে মারপিট করে নীলা ফোলা জখম করে। আমার চিৎকার শুনে স্বাক্ষী সহ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা করান। ভ্যান চালক আরিফ হোসেন বলেন,আমার মাথা ফাটিয়ে দেওয়া ও মারধরের ঘটনায় দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছি। আমার এই ঘটনায় অভিযুক্তরা শাস্তি পেলে আর কোন টিসিবি কার্ডধারী মারধরের শিকার হবেনা। তিনি আরো বলেন,থানায় অভিযোগ দিতে আসার পথে জোড়পুকুর বাজারে প্যানেল চেয়ারম্যান আসমা তারার সহযোগীরা একটি ঘরে আটকিয়ে রেখে সমঝোতা করার জন্য চাপ প্রয়োগ করেন। পরে সমঝোতায় রাজি না হলে শেষ পর্যন্ত তারা আমাকে ছেড়ে দেয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন,আরিফ হোসেন নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন,ইতোমধ্যে প্যানেল চেয়ারম্যান আসমা তারার সাথে এঘটনার বিষয়ে জানতে চাওয়া হয়েছে। অসহায় ভ্যান চালককে মারধরের ঘটনা কাম্য নয়। অবশ্যই এ ঘটনায় দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য : গত ১৩ জানুয়ারী প্যানেল চেয়ারম্যান আসমাতারার বিরুদ্ধে সেচ্ছাচারিতা ও স্বজনপৃতী সহ নানা অভিযোগের বিষয়ে যে অনাস্থা জানিয়ে ইউপি সদস্যরা গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার কাছে অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত চলছে। এদিকে প্যানেল চেয়ারম্যান আসমাতারা দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। এনিয়ে এলাকায় নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে।