৪৮
মেহেরপুরে পুলিশের অভিযানে গ্রেফতার তিন আওয়ামী লীগ নেতা
নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে পুলিশের অভিযানে ইউপি সদস্য সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো- গাড়াবাড়িয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সভাপতি নাজমুল হুদা। একই গ্রামের জমির উদ্দিন এর ছেলে জেনারুল ইসলাম এবং অলিম আলীর ছেলে ইলিয়াস হোসেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাণী ইসরাইল জানান, তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অজ্ঞাতনামা আসামী হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয় এবং তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।