১৯
অগ্নিপথ নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের শিমুলতলা গ্রামে পানিতে ডুবে হুজাইফা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ (১০ মে) শুক্রবার দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করে।
নিহত – হুজাইফা( ৭) উপজেলার শিমুলতলা গ্রামের তুহিন আলীর ছেলে ও পার্শ্ববর্তী ইসলামী ফাউন্ডেশন (মসজিদের) ছাত্র। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে শিশুটিকে অনেক খোজাখুজি পর দুপুরে পরিবারের লোকজন হঠাৎ বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখে।
এ ঘটনায় পুলিশ মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।