নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামে ঘাতক জামাই এর ছু*রি আ*ঘা*তে চাচা শ্বশুর নি*হ*ত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন শ্যালক আব্দুল্লাহ।
আজ (০৮,মে) ভোর সাড়ে চারটার (আনুমানিক) দিকে গাড়াবাড়িয়া গ্রামে নিহতের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত – ইলিয়াস হোসেন (৪২) গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের মৃত নেককার আলীর ছেলে। এ ঘটনায় আহত আব্দুল্লাহ(২৭) একই পরিবারের (নিহতের বড় ভাই)মৃত বাসারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মেহেরপুর গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মৃত বাসার হুজুরের মেজো মেয়ে সালমা খাতুনের সাথে গত ৮ বছর আগে একই উপজেলার ষোলটাকা গ্রামের সাবেক ইউপি সদস্য ময়নালের ছেলে সবুজের সাথে বিয়ে হয়। স্বামী সবুজ মাদকাসক্ত হওয়ায় দাম্পত্য জীবনে কলহ লেগেই থাকত তাদের সংসারে। কহলের জের ধরে গত কয়েক মাস আগে স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি চলে সালমা, বার বার স্বামীর বাড়ী থেকে লোক জন তাকে নিতে আসলেও সে তার শ্বশুর বাড়ি যেতে অমত পোষন করেন।
এতে ক্ষিপ্ত হয় স্বামী সবুজ, মনে মনে প্রতিজ্ঞা করেন আমার স্ত্রী আমার কাছে না আসলে আমার বউ আর কারো হতে দেবোনা, সেই সুবাদে গতরাত আনুমানিক ৪.৩০ টার পর শ্বশুর বাড়িতে আসেন জামাই সবুজ , স্ত্রী সালমার কাছে পানি খেতে চাইলে স্ত্রী সালমা পানি খেতে দিতে আসলে স্বামী সবুজ তার গলায় ছুরি দিয়ে আঘাত করতে উদ্যত হলে তার চিৎকারে ছোট ভাই আবদুল্লাহ ছুটে এসে বাধা দিতে গেলে তাকে সবুজ তার বুকের পার্শে আঘাত করলে সে চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলে তার আপন চাচা ছুটে আসলে তাকে উপর্যপুরি দিয়ে আঘাত করে সবুজ, তাদের ডাক চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন, সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার আগেই মারা যান চাচা ইলিয়াস হোসেন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে আবদুল্লাহ, এদিকে খুনি সবুজকে আটক করে গনধোলায় দিয়ে আটকে রাখে এলাকাবাসী। খবর পেয়ে ধলা পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই পিন্টু মন্ডল সংগীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে গাংনী থানা পুলিশকে খবর দিলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বানি ইসরাইল সংগীয় ফোর্স ও সেনাবাহিনীর একটি টিম ঘটনা স্থলে উপস্থিত হয়ে খুনি সবুজকে উদ্ধার করে থানায় নিয়ে যান,শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনাস্থলে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা রয়েছে।