মেহেরপুরে ইভটিজিংয়ের দায়ে ভ্রাম্যমান আদালতে যুবকের কারাদণ্ড।
নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার দায়ে আল-আমিন হোসেন (২৭) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ( ২০,মে)মঙ্গলবার বিকালে এই কারাদণ্ড আদেশ প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বামন্দী গ্রামের বাসিন্দা আব্দুর রহিমের ছেলে আল-আমিন হোসেন একই এলাকার এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে পথেঘাটে উত্যক্ত করে ও অশ্লীল অঙ্গভঙ্গি করে। বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তারা আল-আমিনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পরে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দণ্ডবিধি ১৮৬০-এর ৫০৯ ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন বলেন, “শিশুদের নিরাপত্তা ও সমাজে শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান জিরো টলারেন্স। কেউ এ ধরনের অপকর্মে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না।