৯০
মেহেরপুরে ইতালিয়ান অস্ত্রসহ আটক – ৩
অগ্নিপথ নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশী(ইতালীর) পিস্তলসহ তিন ব্যাক্তিকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো- মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মহাসিন আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম, দারিয়াপুর গ্রামের কাওছার আলীর ছেলে এনামুল ইসলাম ও একই গ্রামের মিন্টুর ছেলে সাইফুল ইসলাম।
বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুরে দ্বায়িত্বে থাকা ২৭ ফিল্ড আর্টিলারী রেজিমেন্ট এর মেজর জাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোঃ সাইফুল ইসলাম, এনামুল ইসলা্ সাইফুল ইসলামকে যতারপুর ও দারিয়াপুর থেকে আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তিতে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার বাবলুর বাড়ির পাশ থেকে একটি বিদেশী পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দ্বায়ের পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।