১২৪
নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল তিনটায় উপজেলার গোপালনগর চারচারা মাঠ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা চাষীরা জানান, ভুট্টা খেত থেকে দুর্গন্ধ বের হলে তারা বিষয়টি খেয়াল করেন। পরে খেতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
গাংনী থানার উপ পুলিশ পরিদর্শক এসআই ওয়াহিদুজ্জামান জানান, ধারণা করা হচ্ছে মরদেহটি গত কয়েকদিন আগের এ কারণে মরদেহটি ফুলে এবং পচে দুর্গন্ধ বের হচ্ছে।
গাংনী থানার ওসি তদন্ত আল মামুন জানান, অজ্ঞাত ও ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভুট্টোক্ষেতে পড়ে রয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মরদেহ মর্গে নেয়া হয়েছে এবং মরদেহের পরিচয় ও মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।