১৯৫
অগ্নিপথ ডট কমঃ মেহেরপুরে বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. নুহুকে (৩৬) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) ক্রাইম প্রিভেনশন কোম্পানি সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প।
গ্রেপ্তারকৃত মো. নুহু মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মো. আক্কাস আলীর ছেলে।
আজ শনিবার (২২ জুন) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোপীনাথপুর গ্রামের (সেন্টারপাড়া) এলাকার মো: সাহাবুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১২ এর সিপিসি-৩ মেহেরপুর সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন