নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার যত্রতত্র গড়ে ওঠা ৪৮ টি ইটভাটা এক সাথে বন্ধ করে দিয়েছে মালিক সমিতি।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল থেকে এই সকল অবৈধ ইটভাটার গেটে তালা ঝুলতে দেখা যায়। এর আশে পাশে মালিক কিংবা কোন শ্রমিকদের দেখা পাওয়া যায়নি। যত্রতত্র গড়ে ওঠায় স্থানীয়দের অভিযোগ, কোন নিয়মনীতির তোয়াক্কা করছে না ইটভাটার মালিক। ইটভাটায় কাঠ ব্যবহার করার কারণে বিলীন হয়ে যাচ্ছে নানা প্রজাতির বৃক্ষ। আর কৃষি জমি থেকে মাটি সংগ্রহ চলছে অবাধে। পরিবেশ হুমকির মুখে ঠেলে দিচ্ছে ইটভাটা মালিকরা।
ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন ২০১৩-এর ৮(১)(ঘ) তে বলা আছে কৃষিজমিতে কোনো ইটভাটা স্থাপন করা যাবে না। শুধু তা-ই নয়, ওই আইনের ৩(ক) তে বলা হয়েছে নির্ধারিত সীমারেখার (ফসলি জমি) এক কিলোমিটারের মধ্যেও কোনো ইটভাটা করা যাবে না। তাছাড়া বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ভাটা মালিকরা লঙ্ঘন করছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক বলেন, মালিক সমিতির সিদ্ধান্তে ভাটাগুলো বন্ধ করা হয়েছে।
উল্লেখ্য, গাংনী উপজেলা প্রশাসনের হিসাব অনুযায়ী মোট ইট ভাটা রয়েছে ৪৮ টিযার মধ্যে একটির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।