মেহেরপুরের গাংনীতে হত্যা মামলার আসামী কমল চেয়ারম্যান কারাগারে
অগ্নিপিথ নিজস্ব প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনী উপজেলার মঠমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রামের হৃদয় হত্যা মামলার আসামী ও বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান কমলকে কারাগারে পাঠানো’র নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
আজ (০৫ মে)সোমবার মেহেরপুর আদালতের বিচারক এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, রাষ্ট্রপক্ষ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। এবং জামিন আবেদন নামঞ্জুর করে তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি গাংনী থানার জিআর ৪৯/২৫, মামলা নম্বর ২৫, তারিখ ২৭/০২/২০২৫, ধা’রা ১৪৩/৩৪১/৩২৩/৩০৭/ ৩০২/৪২৭/৫০৬/৩৪ দণ্ডবিধি অনুযায়ী আত্মসমর্পণ করেন।
উল্লেখ্য, ওবায়দূর রহমান কমল বামুন্দী ইউনিয়নের রামনগর গ্রামের বাগু বিশ্বাসের ছেলে।