১৯৮
মেহেরপুরের গাংনীতে র্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি ওয়ান শার্টারগান উদ্ধার
গাংনী (মেহেরপুর) প্রতিনিধিঃ
মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে পরিতাক্ত্য অবস্থায় একটি ওয়ান শার্টারগান উদ্ধার করেছে র্যাব সদস্যরা। গতকাল( ১০সেপ্টেম্বর) বুধবার দিবাগত রাতে গাংনী উপজেলার ধর্মচাকী-হিজলবাড়ীয়া সড়কের বটতলা নামক স্থানে অভিযান চালিয়ে শার্টারগানটি উদ্ধার করে। র্যাব-১২ এর মেহেরপুর (গাংনী)ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করে।
এ ব্যাপারে র্যাব-১২ এর মেহেরপুর ক্যাম্প সূত্রে জানা যায়, ধর্মচাকী-হিজলবাড়ীয়া সড়কের বটতলা নামক স্থানে র্যাবের একটিদল অভিযান পরিচালনা করে। এসময় ওই স্থানে লাল রংয়ের শপিং ব্যাগের মধ্যে লাল কাপড়ে জড়ানো দেশীয় প্রযুক্তিতে লোহার তৈরী ১টি অবৈধ ওয়ান শার্টার গান (অস্ত্র) পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
