নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুরের গাংনীতে আতিয়ার রহমান (৩০) নামের এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার দুপুর ১২ টায় উপজেলার ছাতিয়ান- বাদিয়াপাড়া মাঠের একটি কলাবাগানের মধ্যে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আতিয়ার রহমান করমদি মাঠপাড়ার মোঃ রহিদুল ইসলামের ছেলে।
নিহত আতিয়ার রহমানের বড় ভাই মশিউর রহমান জানান, গত শনিবার দুপুরে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় এরপর রাত্রে বাড়ি ফিরে না আসলে বিভিন্ন স্থানে সন্ধান করে না পেয়ে পুলিশকে অবগত করা হয়। পরে ছাতিয়ান মাঠে একটি কলা বাগানে মরদেহ পড়ে রয়েছে বলে জানতে পারি।
স্থানীয়রা জানিয়েছেন, ভ্যান ছিনতাই কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানি ইসরাইল জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত সনাক্তের চেষ্টা চলছে।
৭০
পূর্ববর্তী পোস্ট