মেহেরপুরের গাংনীতে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

মেহেরপুরের গাংনীতে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

কর্তৃক Kausar gangni

নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে যুবকের গলা কাটা লাশ উদ্ধার। মেহেরপুরের গাংনী উপজেলার বাদিয়াপাড়া-কামারখালির ইচিখালী মাঠের মধ্য থেকে আলমগীর হোসেন নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আলমগীর হোসেন (৩৫) গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মোঃ মঈনউদ্দিনের ছেলে ও গাংনী পৌর যুবদলের ১ নং সভাপতি। আলমগীর হোসেন দীর্ঘ ২ বছর যাবত দুবাই(সংযুক্ত আরব আমিরাত) প্রবাসী ছিলেন। মাত্র ০৩ মাস আগে তিনি দেশে পাড়ী জমান।

স্থানীয়রা জানান, ইচিখালি মাঠের কামরুল ইসলামের তামাক ক্ষেতের পাশে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে গাংনী থানা পুলিশের একটি দল ঘটনা স্থলে এসে স্থানীয় লোকজনের সহয়তা নিয়ে লাশ শনাক্ত করে।

উল্লেখ্য, গতকাল(০১ জানুয়ারী২০২৫) সন্ধ্যায় গাংনী পৌর শহরের অনেক স্থানে তাকে ঘুরতে দেখেছে অনেকেই, তবে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে গতকাল সন্ধ্যার পর থেকে তাকে খুজে পাওয়া যায়নি।

এ ব্যাপারে গাংনী থানার ওসি বনী ইসরাইল ঘটনা স্থল পরিদর্শন করে জানান, আলমগীরের লাশ উদ্ধার করা হয়েছে, হত্যা কান্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

 

মতামত দিন