মেহেরপুরের গাংনীতে মাদক ব্যবসায়ী আটক ও সেবনকারীকে এক মাসের জেল

কর্তৃক Kausar gangni

নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে গাঁজাসহ জেমস প্রকাশ নামের এক মাদক ব্যবসায়ী এবং সাথে থাকা শাহির নামের অপর এক মাদক সেবনকারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
আজ সোমবার সকাল ১০ টার সময় গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের চার্চ এর পাশে অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ আটক করতে সক্ষম হয়।

আটককৃত জেমস প্রকাশ মন্ডল উপজেলার জুগিন্দা গ্রামের অমরেন্দ্র মন্ডলের ছেলে। সেবনকারী শাহির আলী উপজেলার ঢেপা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।

মাদক সেবনকারী শাহির আলীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা আরোপ করা হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা বিধি অনুযায়ী এই দন্ডাদেশ দেন। শাহির আলীকে আজ সোমবার (৫ মে) দুপুরে গাংনী থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মেহেরপুরের গাংনী উপজেলাধীন জুগিন্দা গ্রামের চার্চ এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে শাহির নামের এক মাদক সেবনকারীকে মাদক সেবনরত অবস্থায় আটক করে। পরে তার দেওয়া তথ্য মতে জেমস প্রকাশ মন্ডলের বাড়িতে অভিযান চালিয়ে শয়ন কক্ষের ভেতর থেকে হলুদ স্কচটেপ দিয়ে মোড়ানো একটি পোঁটলায় এক কেজি গাঁজাসহ জেমস প্রকাশ মন্ডলকে আটক করেন। যার আনুমানিক বাজার মূল্য ৩০/৩৫ হাজার টাকা।

মাদক কারবারি জেমস প্রকাশ মন্ডল দীর্ঘদিন ধরে গোপনে তার এলাকায় মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। ধৃত মাদক ব্যবসায়ী জেমস প্রকাশ মন্ডলের বিরুদ্ধে‌ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রিলেটেড পোস্ট

মতামত দিন