মেহেরপুরের গাংনীতে ভ্যান চালক কর্তৃক কন্যা শিশুকে কু-প্রস্তাবের অভিযোগ
নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে এক কন্যা শিশুকে তার স্কুল থেকে ভ্যানযোগে বাড়িতে নিয়ে যাওয়ার সময় কুপ্রস্তাব ও শ্লীলতাহানী চেষ্টার অভিযোগ উঠেছে ভ্যান চালকের খালেক মন্ডলের বিরুদ্ধে । এ ঘটনায় ওই কন্যা শিশুর পিতা বাদী হয়ে ভ্যান চালকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন।ঘটনাটি ঘটেছে উপজেলার ধানখোলা ইউনিয়নে। ভ্যান চালক খালেক মন্ডল গাংনী পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের মৃত চেতন মন্ডলের ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার (২১ জুলাই) দুপুরে দিকে গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বাঁশবাড়িয়া গ্রামের মৃত চেতন মন্ডলের ছেলে ভ্যান চালক খালেক মন্ডল (৪৫) আট বছর বয়সী এক কন্যা শিশুকে স্কুল শেষে ভ্যানে করে গাংনী থেকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় পথের মধ্যে বাঁশবাড়িয়া তেলপাম্পের নিকটে নির্জন এলাকায় নিয়ে কুপ্রস্তাব ও শীলতাহানীর চেষ্টা করে। কন্যা শিশুটির চিৎকারে অভিযুক্ত খালেক মন্ডল সেখান থেকে মেয়েটিকে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে শটকে পড়ে। শিশুটি তার পরিবারকে বিষয়টি জানায়। শিশুটি অভিযুক্ত ভ্যান চালককে সনাক্ত করার চেষ্টা করে। কিন্তু ভ্যানচালক কয়েকদিন ওই স্কুল এলাকায় আসে নাই। আজ রোববার (২৭ জুলাই) সকালে স্কুলের সামনে ওই ভ্যানচালককে শনাক্ত করলে পরিবারের লোকজনও স্থানীয়রা ভ্যানচালককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করে। রোববার (২৭ জুলাই) ওই কন্যা শিশুর পিতা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৩০, তারিখ ২৭/০৭/২০২৫।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, কন্যা শিশুকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানীর চেষ্টা বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় গাংনী থানায় একটি মামলা দায়ের হয়েছে। ওই মামলায় খালেক মন্ডলকে গ্রেফতার করা হয়েছে । রোববার (২৭ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত খালেক মন্ডলকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।