মেহেরপুরের গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু, কাফন ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ

মেহেরপুরের গাংনীতে বোমা সাদৃশ্য বস্তু, কাফন ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ

কর্তৃক Kausar gangni

 

অগ্নিপথ নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার কড়ুইগাছি গ্রামের সুমন আলীর  বাড়ি থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু ও লাশ দাফনের সরঞ্জামসহ প্রাণনাশের হুমকির চিরকুট উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ অক্টোবর২০২৪) সকালে উপজেলার এলাঙ্গী পুলিশ ক্যাম্পের একটি দল এগুলো উদ্ধার করেছে।
স্থানীয় প্রতক্ষ্য সূত্রে জানা যায়, সুমন আলীর (সমর) স্ত্রী আজ সকালে তার বাড়ির রান্না ঘরের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সাদৃশ্য বস্তু, কাফনের কাপড়ের টুকরা, আগরবাতি, সাবান, গোলাপ জল ও প্রাণনাশের হুমকি দেয়া একটি  চিরকুট দেখতে পান। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যায়। এবং তাতে লেখা ছিল, দোকান খুলতে হলে দুই লাখ টাকা দিতে হবে। অন্যথায় গ্রাম ছাড়তে হবে।
এ বিষয়ে গাংনী থানার ওসি তদন্ত শেখ মেজবাহ উদ্দিন জানান, খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকার পুলিশ ক্যাম্প সদস্যরা বোমা সাদৃশ্য বস্তুসহ সকল জিনিসপত্র উদ্ধার করেছেন। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রিলেটেড পোস্ট

মতামত দিন