মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে নির্মান শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে বিদ্যুতায়িত হয়ে হাউস আলী (৪২) নামের এক নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ (২৩,মে) শুক্রবার বেলা ১১ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভরাট গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হাউস আলী গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়নের ভরাট গ্রামের মৃত. রিয়াজ আলীর ছেলে ও একজন নির্মান শ্রমিক। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, হাউস একজন নির্মাণ শ্রমিক। সে তার নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেয়ার জন্য গ্রাইন্ডিং মেশিন দিয়ে দেওয়াল কাটছিল। এসময় হাউস বিদ্যুতায়িত হন। বাড়ির লোকজন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যতে পরিবারসহ এলাকায় চলছে শোকের ছায়া। এ ব্যাপারে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে পুলিশের একটি দল গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।